WhatsApp-এর নয়া ফিচার! এবার তারিখ দিয়েই খুঁজে পাওয়া যাবে পুরনো মেসেজ.

WhatsApp-এর নয়া ফিচার! এবার তারিখ দিয়েই খুঁজে পাওয়া যাবে পুরনো মেসেজ.

নিজস্ব প্রতিবেদন: বিশ্বে যতগুলি চ্য়াটিং অ্যাপ রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। সারা বিশ্বে রয়েছে কয়েক কোটি ব্যবহারকারী। মূলত নিরাপত্তা এবং বেশ কিছু অত্যাধুনিক ফিচারের জন্য এই অ্যাপটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। নিয়মিতভাবে বিভিন্ন নতুন ফিচার যোগ করে এই অ্যাপ।

চলতি বছরের শুরু থেকে বেশ কয়েকটি ফিচার যোগ করা হয়েছে। যেগুলি জনপ্রিয়তার একদম শীর্ষে রয়েছে। ইউজারদের সুবিধার্থে ফের একবার নয়া ফিচার যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে। যাতে এই অ্যাপ ব্যবহার আরও সুবিধাজনক হয়ে উঠবে।

জানা গিয়েছে, এবার তারিখ দিয়েই পুরনো মেসেজ খুঁজে পাওয়া যাবে। ব্যক্তিগত চ্যাট বক্স কিংবা গ্রুপ মেসেজের ক্ষেত্রে তারিখ দিয়ে সার্চ করেই পৌঁছে যাওয়া যাবে সেই দিনের কথোপকথনে। আপাতত কিছু iOS অর্থাত্‍ আইফোন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানে ফিচারটি পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছিল হোয়াটসঅ্যাপ। অবশেষে তা চালু হতে চলেছে। তবে শুধু আইফোন ব্যবহারকারীদেরই নয়, শোনা যাচ্ছে শীঘ্রই অ্যান্ড্রয়েড ইউজারদের বিটা ভার্সানেও এই ফিচারটি চালু হবে।

চলুন দেখে নিন কিভাবে তারিখ দিয়েই হোয়াটসঅ্যাপের পুরনো মেসেজ খুঁজে পাবেন ...
১) প্রথমে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত কিংবা গ্রুপ চ্যাট ওপেন করুন।
২) এরপর সার্চ উইনডোতে গিয়ে ক্যালেন্ডারের আইকনে টাচ করুন।
৩) এবার যে তারিখের মেসেজ পড়তে চান, সেই তারিখটি বেছে নিন।
৪) স্ক্রল ব্যাক করলেই একলাফে সেই দিনের মেসেজে পৌঁছে যাবেন।
৫) সেই গ্রুপ বা ব্যক্তির থেকে প্রথম যে মেসেজ এসেছিল, সেখানেও পৌঁছে যেতে পারবেন অনায়াসে। তবে এখনই প্রত্যেক ইউজার এই ফিচারটি দেখতে পাবেন না। সকলের জন্য এই পরিষেবা শীঘ্রই চালু করবে হোয়াটসঅ্যাপ। ফলে পরবর্তীতে এই অ্যাপটি আপডেট করে ফিচরাটি ব্যবহার করা যাবে।
Next Post Previous Post