FIFA World Cup 2022: নক আউট রাউন্ডে কি খেলবেন না রোনাল্ডো! কী বললেন পর্তুগালের কোচ, জেনে নিন
গ্রুপ পর্বে পর্তুগালের খেলা শেষ। এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো'রা কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবেন। তবে নক আউট রাউন্ডে রোনাল্ডোর মতো তারকাকে চাইছেন না তাদের দেশের নাগরিকরাই। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্তোস।
নক আউট পর্বের আসন্ন ম্যাচে রোনাল্ডো'কে খেলানোটা সঠিক হবে কি না, সেই নিয়ে একটি ভোটাভুটি প্রকাশ করে পর্তুগালের একটি সংবাদপত্র।
সেখানে ৭০ শতাংশ ফুটবলপ্রেমী, রোনাল্ডো'কে না খেলানোর পরামর্শ দিয়েছেন। সংবাদপত্রটির সমীক্ষায় ৭০ শতাংশ সমর্থকই 'না'তে ভোট দিয়েছেন। এই ঘটনা থেকেই পরিষ্কার পর্তুগালের ফুটবলপ্রেমীরাই আর রোনাল্ডো'কে চাইছেন না। বিশ্বকাপের মঞ্চে এসেও একক দক্ষতায় গোল দিতে দেখা যায়নি রোনাল্ডো'কে। এখনও পর্যন্ত মাত্র একটি গোল করেছেন সিআরসেভেন, সেটিও পেনাল্টির সৌজন্যে।
সুইজারল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডো খেলবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন পর্তুগালের কোচ। তিনি বলেছেন, "আমি নিজেই প্রথম একাদশ নিয়ে কোনও রকম সিদ্ধান্ত নিইনি। আমি এটা এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। এটা নিয়ে পরের দিন ভেবে দেখব। বাকি বিষয়গুলো সব ঠিকঠাকই রয়েছে।" সংবাদপত্রের সমীক্ষা নিয়ে কিছু মন্তব্য করেননি পর্তুগালের কোচ। তবে স্যান্তোস বলেছেন, "মাঠের ভিতরে ঢুকে আমিই সিদ্ধান্ত নেব, কাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে।"