FIFA World Cup 2022: নক আউট পর্বে রোনাল্ডো'কে চাইছেন না ফুটবলপ্রেমীরা, কারণ কী

FIFA World Cup 2022: নক আউট পর্বে রোনাল্ডো'কে চাইছেন না ফুটবলপ্রেমীরা, কারণ কী

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো'র মতো ফুটবলারকে আর চান না সমর্থকরা! বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ। এবার নক আউট রাউন্ডে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে রোনাল্ডোর পর্তুগাল। কিন্তু শেষ ষোলোর এই ম্যাচে পর্তুগালের অধিনায়ককে চান না, সে দেশের ফুটবলপ্রেমীরা।

আসন্ন ম্যাচে রোনাল্ডো'কে খেলানোটা সঠিক হবে কি না, সেই নিয়ে একটি ভোটাভুটি প্রকাশ করে পর্তুগালের একটি সংবাদপত্র।

সেখানে ৭০ শতাংশ ফুটবলপ্রেমী, রোনাল্ডো'কে না খেলানোর পরামর্শ দিয়েছেন। সংবাদপত্রটি আরও একটি সমীক্ষা প্রকাশ করে, সেখানে বিভিন্ন বিষয় উল্লেখ করার পর একটি প্রশ্ন রাখা হয়। রোনাল্ডো কি দেশের জন্য বিশ্বকাপ জিততে পারবেন? উত্তরে ৭০ শতাংশই 'না'তে ভোট দিয়েছেন। অর্থাত্‍ এই ঘটনা থেকেই পরিষ্কার পর্তুগালের ফুটবলপ্রেমীরাই আর রোনাল্ডো'কে চাইছেন না। তবে নেপথ্য কারণ কী তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।


আরও পড়ুন: Pele: 'বাবাকে নিয়ে ভুল খবর রটানো হচ্ছে', আদৌ কী সঙ্কটমুক্ত পেলে!


আরও পড়ুন: FIFA World Cup 2022: এক গোলেই কেল্লাফতে! পোল্যান্ডের বিরুদ্ধে গোল করে বিরাট নজির গড়েছেন জিরুড

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে মাত্র একটি গোল করেছেন রোনাল্ডো। তা-ও এসেছে পেনাল্টি থেকে। বাকি দুই ম্যাচে বিশেষ সক্রিয় হয়ে উঠতে পারেননি ৩৭ বছরের পর্তুগীজ মহাতারকা। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক চূর্ণ হয়েছে তাঁর। ভবিষ্যতে কোন ক্লাবে যেতে পারেন সিআরসেভেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে পরিসংখ্যান বলছে, ক্লাব থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে খেলা শেষ দশ ম্যাচে সাদামাটা ফুটবল খেলেছেন রোনাল্ডো। তবে কি বয়সের ভারের পিছিয়ে পড়ছেন পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার?



Next Post Previous Post