আই ফোনের Emergency SOS via satellite ফিচার প্রাণ বাঁচল তুষার ঝড়ে বন্দি মানুষের প্রাণ
আই ফোন বাঁচিয়ে দিল মানুষের প্রাণ। আই ফোন ১৪-র 'Emergency SOS via satellite'ফিচার এক মার্কিন ব্যক্তিকে একেবারে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করল। সেই মার্কিন ব্যক্তি তুষার ঝড়ের মাঝে এমন এক গ্রামীণ এলাকায় আটকে পড়েছিলেন, যেখানে না ছিল জনপ্রাণী, না ছিল ফোনের সিগন্য়াল।
কিন্তু সেই তুষার ঝড়ের মাঝে দুর্গম পরিস্থিতি থেকে সেই ব্যক্তিকে বাঁচিয়ে দিল আই ফোন ১৪-র মধ্যে থাকা এক বিশেষ ফিচার। সেটা এমন এক ফিচার যাতে ফোনের সিগন্যাল না থাকলেও ইউজারের বর্তমান অবস্থান স্যাটেলাইটের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারে।
নোরভিক থেকে কোটজেবু থেকে স্নো মেশিনে যাওয়ার পর তিনি তুষার ঝড়ের মাঝে আটকে পড়েছিলেন। আই ফোনের সেই বিশেষ ফিচারের মাধ্যমে উদ্ধারকারী দল বুঝতে পেরেছিল সেই ব্যক্তি কোথায় আটকে পড়েছেন। অনেক কষ্টে তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে অসুস্থ থাকলেও, তিনি এখন ভাল আছেন।
দেখুন টুইট
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)
Watch Related Videos" showVideoTitle="true">