১০০ ঘোড়া দান, ১০০ উট দান ও, ১০০ গোলাম আজাদ করার সওয়াব যে সহজ আমালে
১০০ ঘোড়া দান
১০০ উট দান ও
১০০ গোলাম আজাদ করার সওয়াব যে সহজ আমালে
উম্মু হানী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বললাম, হে রাসূলাল্লাহ! আমাকে একটা আমল বলে দিন। কেননা এখন তো আমি বৃদ্ধ হয়ে পড়েছি, দুর্বল হয়ে গেছি এবং আমার দেহও ভারী হয়ে গেছে। তিনি বলেনঃ তুমি শতবার আল্লাহু আকবার, শতবার আলহামদু লিল্লাহ এবং শতবার সুবহানাল্লাহ পড়ো। তা জিনপোষ ও লাগামসহ একশত ঘোড়া আল্লাহর পথে (জিহাদে) দান করার চেয়ে উত্তম, একশত উটের চেয়ে উত্তম এবং একশত গোলাম আজাদ করার চেয়ে উত্তম।
ফুটনোটঃ
আহমাদ ২৭৭২৩, ২৬৮৪৭।
সহীহাহ ১৩১৬।
- সুনানে ইবনে মাজাহ- ৩৮১০
- হাদিসের মান: হাসান হাদিস
- Source: আল হাদিস।
এতো বিশাল আমল আমরা চাইলে প্রতি ওয়াক্তের নামাজের পরে একবার করে আমল করতে পারি। মাএ ৩-৪ থেকে মিনিট লাগে এই আমলটা করতে। অন্তত পক্ষে দৈনিক ১ বার আমল করুন )