ছেলে তোমাকেই বলছি | ছাত্র অবস্থায় বিয়ে করার উদ্যোগ নাও।

ছেলে তোমাকেই বলছি | ছাত্র অবস্থায় বিয়ে করার উদ্যোগ নাও।

খবরদার সমাজ বা পরিবারের দিকে তাকিয়োনা । 
তারা তোমার ঈমান রক্ষার দায়িত্ব নিবে না ।
এই ফেতনার যুগে বিয়ে ছাড়া ঈমান রক্ষা করা 
অসম্ভব ।

বিয়ে শুধু পড়িয়ে রাখো , যে যার বাসা থেকে দুজনেই পড়াশোনা করো । সম্ভব হলে  মাঝে মাঝে নিজেও  তার খরচ বহন করো , হালাল ইনকাম হলে তুলে আনো । 

*এতে তোমার চরিত্র হেফাজত হবে ।
* সম্পর্ক হালাল হবে ।
*জেনা  ব্যাভিচার এ  জড়াতে হবে না ।
*পাপাচার থেকে রেহাই পাইবা ।
*তোমার দৃষ্টি হেফাজত থাকবে।
*স্বামী স্ত্রীর মাঝে প্রেমময় সম্পর্কও সাওয়াব ।
*নিজের মধ্যে দায়িত্ববোধ চলে আসবে।
*অন্তরের প্রশান্তি চলে আসবে।
*ইবাদতে আনন্দ লাগবে।
*আল্লাহ তাআলা রহমত বর্ষিত করবেন ও হালাল রিজিকের  ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ।
*ইত্যাদি

আর মেয়ে তোমাকে বলছি,
নিজেও একটু ছেলের জন্য সহজ হয়ে যাও।
সব সময় ক্যারিয়ার এর দিকে তাকিয়োনা।
এভাবে  কোন প্রস্তাব আসলে যদি ছেলের দ্বিন ও তাকওয়া ঠিক থাকে তাহলে পরিবারকে বুঝিয়ে বিয়ে করে নাও।

দেখবা বিয়ের বরকতে আল্লাহ তায়ালা তোমার স্বামীর রিজিকের ব্যবস্থা করে দিবে  🤲 ইনশাআল্লাহ

তুমি নিজেই বিয়ের জন্য মেয়ে খুঁজতে থাকো
ফ্যামিলি যা ইচ্ছা বলুক  তাতে তোমার কি।
তোমার কবরে তুমিই যাইবা ফ্যামিলিতে যাবে না ।🤔
তোমার হিসাব তোমাকেই দিতে হবে ।  🤔  তোমার ফ্যামিলি গিয়ে  দিয়ে আসবে না 😭😭
Next Post Previous Post