এক বছরের জন্য 850GB ডেটা! Vodafone Idea-র নতুন প্রিপেইড প্ল্যানে আর কোন সুবিধা মিলবে:cid
Vodafone Idea তাদের একটি নতুন Prepaid Plan নিয়ে এল। এই প্ল্যানে মিলবে 365 দিনের বৈধতা, অর্থাত্ এক বছর। এই বেসরকারি টেলিকম সংস্থাটির এমনই তিনটি বার্ষিক প্ল্যান আছে তাদের গ্রাহকদের জন্য, সেখানে এই নতুন প্রিপেইড প্ল্যানটি যোগ হল। আগে থেকেই যে তিনটি প্রিপেইড বার্ষিক প্ল্যান আছে সেগুলোর দাম হল 3,099 টাকা, 2,899 টাকা এবং 1,799 টাকা।
এবার এই সংস্থা নিয়ে এল 2,999 টাকা একটি প্ল্যান। বর্তমানে এই প্ল্যানটি কোম্পানির যে অফিসিয়াল সাইট আছে সেখানে দেখা যাচ্ছে। এই নতুন বার্ষিক প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন বিপুল পরিমাণের হাইস্পিড ডেটা, সঙ্গে আনলিমিটেড কলিং এবং মেসেজ পাঠানোর সুবিধা।
2,999 টাকার Vi Prepaid Plan এর সুবিধা
সমস্ত ভারতীয় গ্রাহকদের জন্য Vodafone Idea একদম নতুন একটি প্রিপেইড প্ল্যান নিয়ে এল। এই প্ল্যানটি একটি বার্ষিক প্রিপেইড প্ল্যান। এখানে সমস্ত গ্রাহকরা 850 GB করে ডেটা পাবেন। এছাড়া রোজ 100টি করে মেসেজ পাঠানোর সুবিধা তো থাকছেই।
এছাড়াও বেশ কিছু অতিরিক্ত সুবিধা মিলবে এই প্ল্যানে। যাঁরা এই 2,999 টাকার প্ল্যানের রিচার্জ করাবেন তাঁরা Vi Movies and Vi TV সিরিজের ফ্রি অ্যাকসেস পেয়ে যাবেন। এটার সাহায্যে তাঁরা সমস্ত প্রিমিয়াম ফিল্মস, অরিজিন্যাল কনটেন্ট, লাইভ টিভি, ইত্যাদি দেখতে পারবেন। এছাড়াও গ্রাহকরা Binge All Night এর সুবিধা পাবেন, অর্থাত্ আপনারা রোজ রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত আনলিমিটেড ডেটা পাবেন যেটার সাহায্যে আপনি নিশ্চিন্তে বিভিন্ন কনটেন্ট দেখতে পারবেন। আর এই সমস্ত কিছুই কোনও অতিরিক্ত খরচ ছাড়া পেয়ে যাবেন।
আপনার যদি এক বছরের মধ্যেই 850 GB ডেটা শেষ হয়ে যায় তাহলে আপনি অতিরিক্ত ডেটা পাওয়ার জন্য ফের রিচার্জ করতে পারবেন যেখানে আপনাকে প্রতি MB ডেটার জন্য 50 পয়সা করে দিতে হবে। আর যদি 100টার বেশি মেসেজ পাঠান তাহলে 1 টাকা করে কাটা হবে লোকাল মেসেজের ক্ষেত্রে আর STD মেসেজের ক্ষেত্রে 1.5 টাকা করে কাটা হবে।